লুৎফুন নাহার মিতা’র কবিতা

1250

বিষণ্ণ যন্ত্রনার রুক্ষ পাতা
উড়ছে ধুলায়,
চোখের কুয়াশা মসৃণ কাচে
ধোঁয়াটে বাষ্প জমায়।
তোমার চোখে আমি কি অতীত?
তবে দু’চোখ পথেই কেন অহর্নিশ?
সন্ধ্যায় রাজপথে-পথে
বিজুলীর বাতি জ্বেলে জ্বেলে
প্রেম চাই না, প্রেম চাই না বলে-
ফাল্গুনের উপসী আবির
গ্রীষ্মের সুতীব্র সন্ধ্যায়
নিঃসঙ্গ বয়ে চলে।
কিছু বসন্ত যায়নি চলে
জেগে আছে স্মৃতির পাতায়।