মোবাইল ফোনে বাড়তি টাকা কাটা শুরু

1432

মোহাম্মদ মোশারফ • সিম বা রিম কার্ডের মাধ্যমে মোবাইল ফোনে কথা বলাসহ সব ধরনের সেবার ওপর বিদ্যমান ৩ শতাংশ সম্পূরক শুল্ক বাড়িয়ে ৫ শতাংশ করার প্রস্তাব কার্যকর হয়েছে। গতকাল ৩ জুন থেকে মোবাইল ফোন অপারেটররা গ্রাহকদের কাছে এই সম্পূরক শুল্ক নেওয়া শুরু করেছে। মোবাইল ফোন অপারেটর বাংলালিংক তাদের ওয়েব ও ফেসবুক পেজে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, ‘জাতীয় রাজস্ব বোর্ডের সাম্প্রতিক নির্দেশনা ও সরকারি আদেশনামা অনুসারে সকল মোবাইল ফোন সেবার ওপর ৩ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ৩ জুন থেকে সকল মোবাইল ফোন সেবার ওপর এই পরিবর্তিত চার্জ প্রযোজ্য হবে।’ গ্রামীণফোনের পক্ষ থেকেও গতকাল কালের কণ্ঠকে ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ কার্যকর হওয়ার কথা জানানো হয়। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট উপস্থাপনায় অর্থমন্ত্রী মোবাইল ফোনের সিমভিত্তিক সেবার ওপর এই সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব দিয়ে বলেন, ‘গত অর্থবছরের বাজেটে আমরা মোবাইলের সিম কর ব্যাপকহারে কমিয়েছি। এ কারণে সিম বা রিম কার্ডের মাধ্যমে প্রদত্ত সেবার ওপর বিদ্যমান ৩ শতাংশ সম্পূরক শুল্ক বৃদ্ধি করে ৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করছি।’ অর্থমন্ত্রী ২০১৫-১৬ অর্থবছরের বাজেটেও সিম বা রিম কার্ডের মাধ্যমে প্রদত্ত সেবার ওপর ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব রাখেন। পরে এই শুল্ক ৩ শতাংশ নির্ধারণ করা হয়। এই প্রস্তাব কার্যকর হওয়ার ফলে মোবাইল ফোনের সিম সেবার ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক), ১ শতাংশ সারচার্জ ও ৩ শতাংশ সম্পূরক শুল্কের সঙ্গে আরো ২ শতাংশ শুল্ক যোগ হয়েছে। আগে ৩ শতাংশ সম্পূরক শুল্ক ও ১ শতাংশ সারচার্জসহ ১০০ টাকায় খরচ হতো ১১৯ টাকা ৪৫ পয়সা। গতকাল থেকে এ খরচ ১২১ টাকা ৭৫ পয়সা হয়ে গেছে