তোকে নিয়ে ভাবি —শিরীন ইসলাম

2534

 

করলিনা তুই পড়ালেখা
হইলিনা তুই কিছু
তাইতো তোকে নিয়ে ভাবি,
এত ভাবনার কিছু নাই
হবো আমি কবি।

ছোট্ট বেলায় পাঠশালাতে ছাত্র ছিলি ভালো
ইচ্ছা ছিলো বড় হলে তুই ডাক্তার হবি
তাইতো তোকে নিয়ে ভাবি,
এত ভাবনার কিছু নাই
হবো আমি কবি।

একটু বড় হলে পরে দিলাম তোকে কাজে
সঙ্গদোষে তুই শুধু খাস আজেবাজে
ভাবিনি তুই জীবনে এসব আজেবাজে খাবি,
এত ভাবনার কিছু নাই
হবো আমি কবি।

ভাবতে ভাবতে চলে গেলেন আমার গুরুজন
শুরু হলো জীবনে কবিতার চয়ন,
স্বপ্নভেঙ্গে একদিন উঠে আমি দেখি
সত্যই আমি হয়ে গেছি ছন্দহীনা কবি।

এখনতো আর ভাবনার আপন কেউ নাই
তাই, আকাশ পানে চেয়ে আমি শুধু ভাবি
জানিনা হতে পেরেছি কিনা
সত্যিকারের কবি?

শিরীন ইসলাম: নিউইয়র্ক প্রবাসী কবি