দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা

3007

দ্বিতীয় রাউন্ডে যেতে জিততেই হবে, তাকিয়ে থাকতে হবে ক্রোয়েশিয়া-আইসল্যান্ডের ম্যাচের দিকেও। এই জটিল সমীকরণ মাথায় রেখে ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে চাপে নয়, আর্জেন্টিনার শুরুটা হয়েছিল উজ্জীবিত। লিওনেল মেসির ১৪ মিনিটের গোলে ১-০ তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে তারা। তবে বিরতির পর পেনাল্টি থেকে গোল করে তাদের হতাশ করে নাইজেরিয়া। খেলা শেষ হওয়ার ৫ মিনিট আগে রোহোর দুর্দান্ত গোলে ২-১ গোলে জিতে শেষ ষোলোতে গেল আর্জেন্টিনা।

লড়াই করেই জিততে হয়েছে আর্জেন্টিনাকে
লড়াই করেই জিততে হয়েছে আর্জেন্টিনাকে
জয়লাভ ছাড়া আর্জেন্টিনার সামনে আর কোনো পথ খোলা ছিলো না
জয়লাভ ছাড়া আর্জেন্টিনার সামনে আর কোনো পথ খোলা ছিলো না
মেসির দিকেই তাকিয়ে ছিলো গোটা বিশ্ব
মেসির দিকেই তাকিয়ে ছিলো গোটা বিশ্ব
শেষ হাসিটা মেসিরাই হেসেছে
শেষ হাসিটা মেসিরাই হেসেছে