মোস্তফা হামেদীর কবিতাগ্রন্থ ‘তামার তোরঙ্গ’

856

কবি মোস্তফা হামেদী। ছোটবেলা থেকেই কবিতার প্রতি টান তার। তিনি মনে করেন, কবিতায় তিনি তার কথা তুলে ধরতে পারেন। ছড়া, গল্প, উপন্যাসে নিজেকে না জড়িয়ে তাই কবিতাকেই বেছে নিয়েছেন নিজের আবেগ অনুভূতি প্রকাশের মাধ্যম হিসেবে। এবারের বইমেলায় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘তামার তোরঙ্গ’ প্রকাশিত হয়েছে। জেব্রাক্রসিং প্রকাশনা থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত।

এ বই প্রসঙ্গে কবি মোস্তফা হামেদী বলেন, ‌‌‌‌‍‌‌’এই বইটা লেখা হইছে অনেক দিন ধরে। চিন্তাটা তৈরি হয়েছিলো অনেক দিন আগেই। ভাষা খুঁজেছি এতোদিন। এই রকম দ্বৈরথের মধ্যে বেশ কিছু কবিতা লেখা হয়ে যায়।’

তিনি বলেন, ‘ইউরোপীয় নন্দনের বাইরে দাঁড়িয়ে আমাদের চারপাশের ছোট ছোট ঘটনা ও দৃশ্য, বেঁচে থাকার নিজেদের ধরনকে ইমেজের মাধ্যমে ধরতে চেষ্টা করছি। পাঠকের মনে সেগুলো তরঙ্গ সৃষ্টি করবে বলে বিশ্বাস করি।’

৩৫ টি কবিতা স্থান পেয়েছে এ কাব্যগ্রন্থে। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১৩০ টাকা। মেলার সোহরাওয়ার্দী উদ্যানে ‘জেব্রাক্রসিং’-এর ৬৬০ নম্বর স্টল ও লিটলম্যাগ কর্নারের ৪৫ নম্বর স্টল থেকে ‘তামার তোরঙ্গ’ সংগ্রহ করা যাবে। এর আগে ২০১৫ সালে মোস্তফা হামেদীর প্রথম কবিতার বই ‘মেঘ ও ভবঘুরে খরগোশ’ প্রকাশিত হয়েছে। ৃ