বসন্ত আসেনি বহুযুগ

1159

লুৎফুন নাহার রহমান

এখানে দু:খগুলো
ঘুমিয়ে থাকে নিজেরমত,
প্রভাতে ঘুম ভাঙ্গে, ব্রেকফাস্ট সেরে
বাসের ভীড় ঠেলে অফিস যায়।
ফিরে এসে ঘরকন্নায় ডুবে যায় নিত্য।
এখানে সুখ ফেরার হয়েছে অনেক আগে,
যথারিতী বসন্ত আসেনি বহুযুগ
চৈত্র অবসানের সকল আশা ছেড়ে দিয়ে
দাবদাহে পুড়ছে ব্যর্থ স্বপ্নের
ছানা পোনা সমেত যৌথ পরিবার।
এখানে স্থায়ী বসত গড়েছে বরষা
সবকটা চোখই যেন পোয়াতি নদী,
মুহুর্মুহু বৃষ্টির দৌরাত্মে পথ ভুলেছে
রোদের উত্তরসূরীও।
এখানে শরৎ হেমন্ত বলেও কিছু নেই
কাশফুলের গয়না কিংবা
ধানের সোনাবরণে ঝিলিক দেয়না
কোন রমনীয় সুখ।
এখানে আজন্ম দু:খ আর বৃষ্টির সখ্যতা
এখানে চোখ মানে বিষন্ন অশ্রু
এখানে সুখ মানে ক্ষরণ দাবদাহ
এখানে রচিত হয়েছে বসন্ত বিহীন
কিছু ফুলের ঝরে যাওয়ার উপাখ্যান।