মনোকথন

নায়িমা জাহান

640

বজ্রপাতহীন মেঘ যখন ঘাতক বর্ষণে প্রজ্বলিত ধূপকাঠিকে চুপসিয়ে ফেলে,

বাতাস যেনো অর্ফিউসের মাদকতাময় সুরে বিমুগ্ধতায় ডুবিয়ে রাখে মানবাত্মাকে!
ভালোবাসায়, কল্পনায় রন্ধ্রে রন্ধ্রে শিহরণ,
ভিজে মাটির ঘ্রাণ – পুরোনো রেড ওয়াইনের চেয়েও নেশাযুক্ত!!
তোমাকে দুঃস্বপ্ন ভেবে আমি এড়িয়ে চলি এক একটা কুয়াশাস্নাত কুশীলব।
আমার শ্বাসরুদ্ধ হয়ে আসে, হৃদপিন্ডের প্রতিটি স্পন্দন যেনো এক একটি ভূমিকম্প!

বলো, তুমি কি তার কাঁপন টের পাও??

কবি: পর্তুগাল প্রবাসী