টঙ্গীতে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু

585

ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে টঙ্গীর তুরাগ নদীর তীরে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা আজ শুক্রবার থেকে শুরু হয়েছে।  বিশ্ব ইজতেমার প্রস্তুতি হিসেবে এই জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে।

আগামী জানুয়ারি মাসের ১৩ জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং ৪ দিন বিরতির পর ২০ জানুয়ারি দ্বিতীয় পর্ব শুরু হবে।আগামী ৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে চলতি বছরের পাঁচ দিনের জোড় ইজতেমার সমাপ্তি হবে। জোড় ইজতেমার নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে টঙ্গী বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির মুরুব্বি প্রকৌশলী মাওলানা মো: গিয়াস উদ্দিন আহমেদ বলেন, আজ শুক্রবার বাদ ফজর থেকে বিশেষ আম বয়ানের মধ্যে দিয়ে চলতি বছরে টঙ্গী তুরাগ নদীর তীরে পাঁচ দিনের জোড় শুরু হয়েছে। আগামী ৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে চলতি বছরের পাঁচ দিনের জোড় ইজতেমার সমাপ্তি হবে। আজ ইজতেমা ময়দানে পবিত্র জুম্মার নামাজ অনুষ্টিত হয়। এতে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।