ফাজিলপুরে ৪৫ শিক্ষার্থীকে সনদ দিলেন মিতালী কম্পিউটার এন্ড গ্রাফিক্স

2047

 

সদর প্রতিনিধি :

ফেনী সদর উপজেলার ফাজিলপুরে ৪৫ জন শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান “মিতালী কম্পিউটার এন্ড গ্রাফিক্স।” প্রতিষ্ঠানটির ৩০ বছর পূর্তিতে রবিবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাজিলপুর ডিগ্রি মাদরাসা গণিত বিভাগের প্রধান শিক্ষক ফজলুর রহমান।

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারি তরুণ উদ্যোক্তা ড. শাহাদাত হোসাইনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের সাবেক ছাত্র মো. শাহজালালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দৈনিক জাগরণ- এর নিজস্ব প্রতিবেদক শাহাদাত হোসেন তৌহিদ ও প্রতিষ্ঠানটির সাবেক প্রশিক্ষক আকবর হোসেন।

এর আগে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

মিতালী কম্পিউটার এন্ড গ্রাফিক্স ১৯৯১ সাল থেকে ফেনী ও ফাজিলপুরের প্রত্যন্ত অঞ্চলে কম্পিউটার প্রশিক্ষন, ইংরেজী ভাষা শিক্ষাসহ সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে আসছে।