‘সুনির্দিষ্ট বক্তব্য না পাওয়া পর্যন্ত কোটা সংস্কারের আন্দোলন’

451

কোটা সংস্কারের বিষয়ে প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট বক্তব্য না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে সামনে এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেন পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান।

এর আগে, কোটা সংস্কার নিয়ে জাতীয় সংসদে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর দেওয়া বক্তব্যের বিভিন্ন অংশ আপত্তিকর মনে করে ওই বক্তব্য প্রত্যাহারে ও ক্ষমা চাওয়ার জন্য বিকেল ৫টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন পরিষদের এই নেতা।

তখন জানানো হয়, এ সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করা হলে আবার অবরোধ কর্মসূচির ঘোষণা দেয়া হবে।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত এই সংগঠনের ২০ জন সদস্য গতকাল সোমবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করে। পরে এই কর্মসূচি স্থগিত ঘোষণা করেন তারা। সেই ২০ জনের মধ্যে মোহাম্মদ রাশেদ খানও ছিলেন।