‘বাংলাদেশকে কেউ দাবায়ে রাখতে পারবে না’

987

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ পারে এবং কেউ বাংলাদেশকে দাবায়ে রাখতে পারবে না।

রবিবার সংসদের ২০তম অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের শুরুতে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় কমিটির পক্ষ থেকে কমিটির সভাপতি ও সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানালে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সকলেই এই অভিনন্দন পাওয়ার যোগ্য, বিশেষ করে এ অর্জন বাংলাদেশের জনগণের।

কার্যউপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শুরু হওয়া সংসদের ২০তম অধিবেশন চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। মাত্র পাঁচ কার্যদিবসের এই অধিবেশনের মেয়াদ অবশ্য স্পিকার চাইলে বাড়াতে বা কমাতে পারবেন। প্রতিদিন বিকাল পাঁচটায় অধিবেশন শুরু হবে।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল পাঁচটায় অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সবাইকে স্বাগত জানান। এ সময় সংসদের পক্ষ থেকেও স্পিকার বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।