এপ্রিলেই নামী কোচ পাচ্ছে টাইগাররা

660

জাতীয় দলের জন্য একজন বেশ নামডাকওয়ালা কোচ খুঁজে পেয়েছে বিসিবি। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন এপ্রিলের প্রথম সপ্তাহেই টাইগারদের দায়িত্ব নিতে যাচ্ছেন এই কোচ।

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিদহাস কাপ খেলতে গেছে বাংলাদেশ দল। দলের সাথে আছেন বোর্ড সভাপতিও। সেখানেই গণমাধ্যমকে দিয়েছেন এই খবর,

‘আমরা আমাদের প্রধান কোচ চূড়ান্ত করেছি। আশা করছি এপ্রিলের প্রথম সপ্তাহেই তিনি বাংলাদেশ দলের দায়িত্ব নিবেন। এই মুহূর্তে আমি তার নাম প্রকাশ করছি না। কিন্তু এটা বলতে পারি তিনি বিশ্ব ক্রিকেটে বেশ বড় ফিগার।’

দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে চন্ডিকা হাথুরুসিংহে পদত্যাগ করার পর বেশ বিপাকে পড়ে বাংলাদেশ। ঘরের মাঠে ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট ও শ্রীলঙ্কার বিপক্ষে দ্বি-পাক্ষিক সিরিজ প্রধান কোচ ছাড়াই খেলেছে বাংলাদেশ। যদিও প্রধান কোচের আদলে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দল চালিয়েছেন খালেদ মাহমুদ সুজন। তবে দলের ফল ভালো না হওয়ায় নিদহাস কাপে অন্তর্বর্তী প্রধান কোচ হিসেবে বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে দায়িত্ব দেওয়া হয়।