টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

887

ফাইনাল নিশ্চিত হয়ে গেছে আগেই। তাই জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের আজকের ম্যাচটি অনেকটা নিজেদের ঝালিয়ে নেওয়ার। এমন ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

নিজেদের প্রথম দুই ম্যাচে জিতে এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। একটি জেতায় ফাইনালের আশা জিইয়ে রেখেছে জিম্বাবুয়ে। এ ম্যাচে জিতলে সেই স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে গ্রায়েম ক্রেমারের দল। এর পর শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।

তবে জিম্বাবুইয়ানদের পক্ষে বাংলাদেশকে হারানোটা সহজ হবে না। সাম্প্রতিক পরিসংখ্যান সেই সাক্ষ্য দিচ্ছে। তাদের বিপক্ষে শেষ ৯ ম্যাচের কোনোটিতেই হারের স্বাদ নেয়নি টাইগাররা। এ ম্যাচেও প্রত্যাশিত জয়ের খোঁজে তারা। ফাইনাল নিশ্চিত হলেও অতিথিদের ছাড় দিতে নারাজ মাশরাফি বাহিনী।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, সানজামুল ইসলাম, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: হ্যামিলটন মাসাকাদজা, সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, ম্যালকম ওয়ালার, পিটার মুর (উইকেটরক্ষক), গ্রায়েম ক্রেমার (অধিনায়ক) ও ব্লেসিং মুজারাবানি।