মেহেদী তোলার সহজ উপায়

3043

বিয়ের সাজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ মেহেদী। মেহেদী গাঢ় করতে যেমন অনেক কসরত্ করি আমরা, তেমনই আবার ফিকে হয়ে যাওয়া মেহেদী দেখতে একেবারেই ভাল লাগে না। বিয়ে হয়ে যাওয়ার পর সব রকম পোশাকের সঙ্গে হাতে ফিকে হয়ে যাওয়া মেহেদী না চাইলে জেনে নিন কী ভাবে মেহেদী তুলবেন।   

-লেবু যেমন কাঁচা মেহেদী রং গাঢ় করতে সাহায্য করে, তেমনই ফিকে হওয়া মেহেদী তুলে ফেলতেও সাহায্য করে। এক বালতি হালকা গরম পানিতে ৬ টেবল চামচ লেবুর রস মিশিয়ে নিন। এই পানি দিয়ে হাত ধুতে থাকুন।   

-মেহেদী হালকা করতে হাতের তালুতে টুথপেস্টের পাতলা স্তর লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ভেজা কাপড় দিয়ে মুছে নিন।

-বেকিং সোডা ন্যাচারাল ব্লিচিং এজেন্ট। সম পরিমাণ বেকিং সোডা ও লেবুর রস মিশিয়ে হাতে লাগিয়ে রাখুন। তবে ৫ মিনিটের বেশি না। পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে মেহেদী রং হালকা হয়ে যাবে।

-মেহেদী রং হালকা তাড়াতাড়ি হালকা করতে চাইলে অ্যান্টি-ব্যাকটেরিয়াল সোপ দিয়ে ঘন ঘন হাত ধুতে থাকুন। দিনে ৮-১০ বার হাত ধুলে রং উঠে যাবে।

-লবন-পানি যে কোনও দাগ দূর করতে সাহায্য করে। লবন-পানিতে ২০ মিনিট হাত ডুবিয়ে রাখলে মাহেদী হালকা হয়ে যাবে। তবে এর ফলে হাত শুষ্ক হয়ে যেতে পারে। তাই পানি থেকে হাত তুলে ময়শ্চারাইজার লাগিয়ে নিন।