৮ যুদ্ধবিমান, হেলিকপ্টার, মিসাইল সিস্টেম ও রাডার কেনা হচ্ছে

680

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশ বিমানবাহিনীর জন্য আটটি ‘মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট’ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা সরকারের রয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক জাতীয় সংসদে সরকারদলীয় সদস্য মো. আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

মন্ত্রী জানান, বাংলাদেশ বিমানবাহিনীকে আরও গতিশীল করার লক্ষ্যে ২০১৫-১৬ অর্থবছরের দুটি ট্রেনিং হেলিকপ্টার, একটি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স রাডার সিস্টেম, একটি লং রেঞ্জ এয়ার ডিফেন্স রাডার এবং ১১টি পিটি-৬ বেসিক ট্রেইনার বিমান ক্রয়ের চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে।

তিনি জানান, চলতি অর্থবছরে ছয়টি এমআই ১৭১এসএইচ হেলিকপ্টার, দুটি মেরিটাইম সার্চ অ্যান্ড রিস্ক হেলিকপ্টার, একটি মিডিয়াম রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম ও একটি ইউএভি সিস্টেম ক্রয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট, মিডিয়াম লিফ্ট হেলিকপ্টার এবং মোবাইল প্লাস ডোপ্লার রাডার সংযোজনের পরিকল্পনা রয়েছে।