‘১৫ হাজার মেগাওয়াট’, আতশবাজি দিয়ে উদযাপন

641

বাংলাদেশ এখন ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। আর এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হাতিরঝিলে নয়নাভিরাম আলোক উৎসবের মাধ্যমে এ অর্জনকে উদযাপন করেছে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। তবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, গ্রাহকদের কাছে নিরিবিচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছে দিতে বিতরণ ব্যবস্থার আধুনিকীকরণই তাদের কাছে বড় চ্যালেঞ্জ।

২০২১ সালের মধ্যে উৎপাদন ২৪ হাজার মেগাওয়াটে নিয়ে যাওয়ার লক্ষ্য সরকারের। তবে বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদের কাছে বড় চ্যালেঞ্জ বিতরণ ব্যবস্থার উন্নয়ন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের বলেন, ‘বড় চ্যালেঞ্জ হল আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দিকে যেতে চাই। সাবস্টেশন লোড নিতে পারছে না, ট্রান্সফরমার লোড নিতে পারছে না, কেবলগুলো পুরানো। ষাট বছরের পুরানো ট্রান্সফরমার চলছে। প্রতিমাসে ৬ লাখের ওপর সংযোগ দিচ্ছি।’

প্রতিমন্ত্রী নসরুল হামিদ আরও জানান, নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে ফলপ্রসু আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘আমরা বিনিয়োগ করব নেপালে। আজ এ নিয়ে আলোচনা হয়েছে। নেপালের মন্ত্রী আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। উনি আগামী মাসে নেপালে চুক্তি সই করতে চান।’

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির প্রচেষ্টায় কোনো কিছুই বাধা হয়ে অদম্য বাংলাদেশের সামনে সমস্যা হতে পারবে না।’

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় হাতিরঝিলে শুরু হয় ১৫ হাজার বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার উদযাপন পর্ব।

লেজার রশ্মির চোখ ধাঁধানো আলোকছটা আর আতশবাজির দৃষ্টিনন্দন পরিবেশনা মুগ্ধ হয়ে উপভোগ করে দর্শনার্থীরা।