স্পিকারের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

605

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে এক অনির্ধারিত বৈঠক করছেন। সংসদ ভবনে স্পিকারের কক্ষে শেখ হাসিনা যাওয়ার পর এ বৈঠক হয়। এ সময় ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সংসদের অধিবেশন চলছিল।

রাত ৯টা পাঁচ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পিকারের কক্ষে প্রবেশ করেন।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনার মধ্যে মঙ্গলবার রাতে এই বৈঠক হলেও আলোচনায় এই বিষয়টি আসেনি বলে সাংবাদিকদের জানিয়েছেন স্পিকার।

সংসদ অধিবেশন চলার মধ্যেই রাত ৯টার দিকে স্পিকারের দপ্তরে যান সরকার প্রধান শেখ হাসিনা। এরপর দিনের অধিবেশন শেষে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়াও স্পিকারের কক্ষে ঢোকেন। বৈঠক শেষে সাড়ে ১০টার সময় বেরিয়ে আসেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে স্পিকার সাংবাদিকদের বলেন, সংসদের আগামী বাজেট, উন্নয়ন কর্মকাণ্ড, সংসদ টেলিভিশনের কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে তাদের।