সেরা বিজ্ঞাপন নির্মাতা নির্বাচিত হলেন রাজিব

1085

ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজিব। এবার দেশীয় বিজ্ঞাপনের অন্যতম সম্মানসূচক পুরস্কার ‌‘৮ম কমওয়ার্ড ২০১৮’ পেলেন তিনি।

২০১৮ সালে গ্রামীণফোন ও বাংলালিংকের ফোর-জি বিজ্ঞাপনচিত্র নির্মাণের জন্য সেরা বিজ্ঞাপন নির্মাতা নির্বাচিত হয়েছেন তিনি। গ্রা প্রিঁ ও সিলভার পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। গত ৮ সেপ্টেম্বর নগরীর হোটেল লা মেরিডিয়ানে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আদনান আল রাজিবের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।

এছাড়া আদনান আল রাজিবের রানআউট ফিল্মস সেরা প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। এ বিষয়ে আদনান আল রাজিব বলেন, ‌“পুরস্কার প্রাপ্তি সবসময়েই উৎসাহব্যঞ্জক, তবে এটা আরো চ্যালেঞ্জ বাড়িয়ে দেয়। আশা করছি, সামনে আরো ভালো কাজ করতে পারব।”

২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর হাত ধরে পরিচালনায় আসেন আদনান আল রাজিব। তারপর নিজের মেধার ষোল আনা পরিচয় দেন স্বপ্নবাজ এই তরুণ।