জয় দিয়ে বছর শেষ ফ্রান্সের

756

জয় দিয়ে বছর শেষ করেছে ফ্রান্স। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

নিজেদের সবশেষ ম্যাচে গত শুক্রবার উয়েফা নেশনস লিগে নেদারল্যান্ডসের কাছে ২-০ গোলে হেরেছিল ফ্রান্স। পরে নেদারল্যান্ডস জার্মানির সঙ্গে ড্র করায় নেশনস লিগের সেমিফাইনালে ওঠা হয়নি রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়নদের।

প্যারিসে মঙ্গলবার উরুগুয়ের বিপক্ষে ম্যাচের ৩৬ মিনিটে বড় ধাক্কা খায় ফ্রান্স। কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়েন পিএসজি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।

প্রথমার্ধে গোলের দেখা পায়নি ফ্রান্স। বিরতির পর ৫২ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটা করেন অলিভিয়ের জিরুদ। দেশের হয়ে চেলসির এই স্ট্রাইকারের এটি ৩৩তম গোল।

আরেক প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রকে ১-০ গোলে হারিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। ৯৪ মিনিটে গোলটি করেন বদলি হিসেবে নামা মাতেও পলিটানো। আলবেনিয়ার কাছে ১-০ গোলে হেরেছে ওয়েলস।

এ ছাড়া নেশনস লিগে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে পোল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পর্তুগাল। বর্তমান ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল অবশ্য আগেই নেশনস লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে।