সময় বেড়েছে বইমেলার

1249

১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা। এবারই প্রথম বইমেলার সময় বাড়ানো হয়েছে। মেলা চলবে প্রতিদিন রাত নয়টা পর্যন্ত। বিগত বছরগুলোতে মেলার সময় ছিল রাত আটটা পর্যন্ত।

এছাড়া এবারই বড় পরিসরে পাঁচ লাখ বর্গফুট জায়গাজুড়ে বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যানে মেলার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার বাংলা একাডেমির সাহিত্য বিশারদ আব্দুল করিম মিলনায়তনে সংবাদ সম্মেলনে বইমেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন মেলার সদস্য সচিব জালাল আহমেদ।

এসময় বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, সচিব আনোয়ার হোসেন, মেলার প্রধান স্পন্সর বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদের, মেলার ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নিরাপদ মিডিয়ার কর্ণধার ইলিয়াস কাঞ্চন উপস্থিত ছিলেন।