সমালোচকদের চোখে ২০১৬ সালের সবচেয়ে বাজে ২৫ সিনেমা

974

ব্লক বাস্টার হিট ‘ইন্ডিপেন্ডেন্স ডে : রিসার্জেন্স’ এবং ‘ওয়ারক্রাফট’ থেকে ‘ম্যান ডাউন’ এবং ‘দ্য সি অফ ট্রিজ’ এবং বাজে এ-তালিকার রোমান্টিক কমেডি ‘মাদার্স ডে’ সহ চলতি বছরের এমন কিছু সিনেমা আছে যেগুলো সমালোচকরা সত্যি সত্যিই অপছন্দ করেন।

এখানে রইল ২০১৬ সালের এমন ২৫টি সিনেমার তালিকা যেগুলো সমালোচকদের মেটাক্রিটিক স্কোর অনুযায়ী বছরের সবচেয়ে বাজে সিনেমার তালিকায় স্থান করে নিয়েছে।

২৫. ‘অ্যালিস থ্রু দ্য লুকিং গ্লাস’

মেটাক্রিটিক স্কোর : ৩৪/১০০

সমালোচক রজার ইবার্ট বলেছেন, সিনেমাটি দেখার পর আমি আমার চোখেন মনিগুলো খুলে বেসিনের পানিতে ডুবিয়ে ধুয়ে ফেলি।

২৪. ‘আইস এজ : কলিসন কোর্স’

স্কোর : ৩৪/১০০

টাইম আউট লন্ডন এর সমালোচনায় বলেছে, এই ধরনের সিনেমা বানানো চিরতরে বন্ধ করার সময় হয়েছে।

২৩. ‘জুল্যান্ডার ২’

স্কোর : ৩৪/১০০

দ্য নিউ ইয়র্কার বলেছে, ‘প্রথম সিনেমাটি কিছুটা ভালো লাগলেও দ্বিতীয় সিনেমাটিতে ভালো লাগার কিছু বানানোর চেষ্টাও করা হয়নি। ‘

২২. ‘দ্য ফিফথ ওয়েভ’

স্কোর : ৩৩/১০০

দ্য নিউ ইয়র্ক অবজারভার বলেছে, এটি একটি নির্বোধ আবর্জনা যা এখনকার কাঁচা কিশোরদের জন্য সাহিত্য হিসেব ব্যবহৃত হতে পারে।

২১. ‘দ্য ডাইভারজেন্ট সিরিজ : অ্যালেজায়ান্ট’

স্কোর : ৩৩/১০০

দ্য ফিল্ম স্টেজ বলেছে, কিন্তু এর বিরক্তিকর, দূর্বলভাবে নির্মিত পূরাণ, অস্তিত্বহীন সীমানা এবং বিচ্ছিন্ন ধারনাকে মূল ধারণা হিসেবে উপস্থাপন এসব ছাড়াও এর সবচেয়ে বড় পাপটি হলো দর্শকদের প্রতি পুরোপুরি অবজ্ঞা।

২০. ‘ইনডিপেন্ডেন্স ডে: রিসার্জেন্স’

স্কোর : ৩২/১০০

দ্য প্লেলিস্ট বলেছে, এই সিনেমায় কোনো হৃদয় নেই, নেই কোনো তাড়া।

১৯. ‘রাইড অ্যালাং ২’

স্কোর : ৩২/১০০

দ্য ওয়াশিংটন পোস্ট বলেছে, প্লটটি নাম্বার দিয়ে অঙ্কিত যা হাস্যরসের জন্য চাপ দেয়। কিন্তু এটি তা করে না।

১৮. ‘ওয়ারক্রাফট’

স্কোর : ৩২/১০০

ইন্ডিওয়্যারে বলা হয়েছে, এটি সত্যিই এক বিষণ্ন অভিজ্ঞতা। এই ধরনের প্রধান একটি স্টুডিওর সিনেমার জন্য দুঃখ বোধ করার বিষয়টি বেশ বিরল।

১৭. ‘গেট অ্যা জব’

স্কোর : ৩১/১০০

দ্য ফিল্ম স্টেজ বলেছে, নির্মমভাবে নাক সিঁটকানো, ব্যাপকভাবে কৌতুকহীন যা তালগোল পাকানো সামাজিক ভাষ্যে ইন্ধনপ্রাপ্ত।

১৬. ‘বু! অ্যা মাডিয়া হ্যালোউইন’

স্কোর : ৩০/১০০

দ্য এ ভি ক্লাব বলেছে, ম্যাডিয়া একটি অনন্য, অদ্ভুতভাবে বাধ্যকারী চরিত্র। পেরি হয়ত কোনোদিন তার জন্য একটি ভালো কমেডি বানাবে।

১৫. ‘ফিফটি শেডস অফ ব্ল্যাক’

স্কোর : ২৮/১০০

দ্য ওয়ার্প বলেছে, একটি বেপরোয়া ও হঠকারী সিনেমা যা ভারি নিঃশ্বাসের বেস্ট সেলার এবং সেটি অবলম্বনে তৈরি সিনেমার চেয়েও বেশি অসহনীয়।

১৪. ‘লন্ডন হ্যাজ ফলেন’

স্কোর : ২৮/১০০

দ্য ভিলেজ ভয়েস বলেছে, প্রথম গাড়ি বোমা বিস্ফোরণের পর থেকেই আর অ্যাকশন থামেনি। কিন্তু এর দ্বিতীয়ার্ধ অন্ধকারে পতিত হয়েছে যেখানে কেউই বাজেটটি দেখতে পায়নি।

১৩. ‘হোয়েন দ্য বাউ ব্রেকস’

স্কোর : ২৮/১০০

দ্য নিউ ইয়র্ক টাইমসে বলা হয়েছে, এর কোনো একটি দৃশ্যে এক আউন্স পরিমাণ উদ্বেগও ছিল না। কারণ আপনি এর সবই আগে দেখেছেন।

১২. ‘নিনা’

স্কোর : ২৭/১০০

দ্য ওয়ার্প বলেছে, মিউজিক্যাল বায়োপিক ধরনের সিনেমার জন্য একটি নতুন নিকৃষ্ট নজির।

১১. ‘দ্য চয়েস’

স্কোর : ২৬/১০০

স্ল্যান্ট ম্যাগাজিন বলেছে, এই সিনেমার বেশির ভাগই জটিল নয় যেমন ‘গোলাপ ফুল লাল’।

১০. ‘ম্যান ডাউন’

স্কোর : ২৬/১০০

রজার ইবার্ট বলেন, এটি একটি বাজে সিনেমা। কিন্তু এটি আপনার মুখে যে স্বাদ ছড়িয়ে দেবে তাতে একে আরো বাজে লাগবে। একটি গুরুতর ইস্যুকে খুবই বাজেভাবে উপস্থাপন করা হয়েছে।

৯. ‘গডস অফ ইজিপ্ট’

স্কোর : ২৫/১০০

সান ফ্রান্সিসকো ক্রোনিকল বলেছে, এটি একটি মহাকাব্য- মহাকাব্যিক বিপর্যয়।

৮. ‘দ্য সি অফ ট্রিজ’

স্কোর : ২৩/১০০

ইন্ডিওয়্যারে বলা হয়েছে, এর গল্পটি যখন সামনে এগিয়ে যায় নিজেই নিজের জন্য একটি গভীর গর্ত তৈরি করে।

৭. ‘ইয়োগা হর্স’

স্কোর : ২৩/১০০

দ্য হলিউড রিপোর্টার বলেছে, যেসব ভক্ত এমনকি স্মিথকে গত দুই দশক ধরে পছন্দ করত তারাও এর পর তার সঙ্গে একটি সীমা টেনে নিতে পারেন।

৬. ‘সার্চ পার্টি’

স্কোর : ২২/১০০

দ্য লস অ্যাঞ্জেলেস টাইমস বলেছে, দর্শনীয়ভাবেই এই মূক এবং অকৌতুককর সিনেমাটি এমনকি অপ্রীতিকর পরিণামের সিনেমার সবচেয়ে শক্ত ভক্তকেও একঘেয়েমিতে আক্রান্ত করবে।

৫. ‘ম্যাক্স স্টিল’

স্কোর : ২২/১০০

ভ্যারাইটি বলেছে, হতাশাজনকভাবে খোঁড়া সময় অপচয়কারী।

৪. ‘নর্ম অফ দ্য নর্থ’

স্কোর : ২১/১০০

ভ্যারাইটি বলেছে, এর প্লটের উপাদানগুলো সাম্প্রতিক এনিমেশন হিট সিনেমাগুলো থেকে একসঙ্গে খোয়া বাঁধানো হয়েছে। সবিনয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সিনেমাটির নামকরণ হতে পারে ‘হ্যাপি মিনিয়নস অফ মাদাগাস্কার আইস এজ’।

৩. ‘ডার্টি গ্র্যান্ডপা’

স্কোর : ১৮/১০০

শিকাগো সান টাইমস বলেছে, এটি যদি ২০১৬ সালের সবচেয়ে বাজে সিনেমা না হয় তাহলে অদূর ভবিষ্যতে আমার কপালে আরো নির্যাতন রয়েছে।

২. ‘মাদার্স ডে’

স্কোর : ১৮/১০০

দ্য প্লেলিস্ট বলেছে, এটি আপনার মায়ের ওপর ফুটন্ত কফি ঢেলে দেওয়ার মতো যখন আপনি তার পোড়ানো টোস্ট নাস্তার জন্য বিছানায় নিয়ে আসেন।

১. ‘নাইন লাইভস’

স্কোর: ১১/১০০

রোলিং স্টোন বলেছে, নির্যাতনমূলক ৮৭তে, হাসিমুক্ত মিনিটগুলো, সিনেমাটি বিড়ালের প্রতি সবচেয়ে আগ্রহী সিনেমা দর্শককেও বিড়াল ঘৃণাকারীতে পরিণত করতে পারে।
সূত্র : বিজনেস ইনসাইডার