শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল দক্ষিণ আফ্রিকা

1042

পঞ্চম ও শেষ ওয়ানডেতে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৪১ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। ২২৬ রানের ছোট লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকা ২৮ ওভারে ২ উইকেটে ১৩৫ রান করলে ফ্লাড লাইট বিভ্রাটে খেলা বন্ধ হয়ে যায়।

দেড় ঘণ্টার বেশি সময় অপেক্ষার পরও আলো স্বাভাবিক না হওয়ায় ম্যাচের ইতি টানেন দুই আম্পায়ার। সে সময় ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে স্বাগতিকদের প্রয়োজন ছিল ৯৫ রান।

কেপ টাউনের নিউল্যান্ডসে শনিবার টস জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ৪৯.৩ ওভারে তাদের সংগ্রহ দাড়ায় ২২৫।

ছোট রান তাড়ায় ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। ২৮ ওভারে তাদের সংগ্রহ দাড়ায় ২ উইকেটে ১৩৫ রান। এরপর ফ্লাড লাইট বিভ্রাটে খেলা আর মাঠে গড়ায়নি। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে দক্ষিণ আফ্রিকাকে ৪১ রানে জয়ি ঘোষণা করা হয়।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৪৯.৩ ওভারে ২২৫ (আভিশকা ৯, থারাঙ্গা ২, ওশাদা ২২, মেন্ডিস ৫৬, অ্যাঞ্জেলো ৩১, প্রিয়ামল ৩৩, থিসারা ২, ডি সিলভা ১২, উদানা ৩২, দনাঞ্জয়া ৩, মালিঙ্গা ০*; রাবাদা ৩/৫০, এনগিডি ১/১৬, ফেলুকওয়ায়ো ১/৪০, নরকিয়া ২/৩৫, তাহির ২/৩৩, প্রিটোরিয়াস ০/২৭, দুমিনি ০/১৬)

দক্ষিণ আফ্রিকা: (২৮ ওভারে লক্ষ্য ৯৫) ২৮ ওভারে ১৩৫/২ (ডি কক ৬, মারক্রাম ৬৭*, দু প্লেসি ২৪, ফন ডার ডাসেন ২৮*; )

ফল: ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে দক্ষিণ আফ্রিকা ৪১ রানে জয়ী

সিরিজ: ৫ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ৫-০ ব্যবধানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: এইডেন মারক্রাম

ম্যান অব দা সিরিজ: কুইন্টন ডি কক