শেয়ারবাজারে বিদেশিদের লেনদেন বেড়েছে ২৯ শতাংশ

757

শেয়ারবাজারে সেপ্টেম্বর মাসে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার লেনদেনের পরিমাণ বেড়েছে। যা আগের মাসের তুলনায় তাদের লেনদেনের পরিমাণ বেড়েছে ১০২ কোটি টাকা বা ২৯ শতাংশ।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, বিদেশি বিনিয়োগকারীরা আগস্ট মাসে ৩৫৭ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছেন। যার পরিমাণ সেপ্টেম্বর মাসে হয়েছে ৪৫৯ কোটি ৮৫ লাখ টাকা। এই এক মাসের ব্যবধানে সেপ্টেম্বরে লেনদেনের পরিমাণ বেড়েছে ১০২ কোটি ৭ লাখ টাকার বা ২৯ শতাংশ।

আবার সেপ্টেম্বর মাসে বিদেশী বিনিয়োগকারীরা ২৪৭ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ক্রয় করেছেন। এর বিপরীতে বিক্রি করেছেন ২১২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার। এক মাসের ব্যবধানে সেপ্টেম্বর মাসে বিদেশী বিনিয়োগকারীরা বিক্রয়ের চেয়ে ৩৫ কোটি ১৬ লাখ টাকার শেয়ার বেশি ক্রয় করেছেন।

এছাড়া আগস্ট মাসে বিদেশি বিনিয়োগকারীরা ১৭৬ কোটি ২ লাখ টাকার শেয়ার ক্রয় করেছিলেন। এর বিপরীতে বিক্রি করেছিলেন ১৮১ কোটি ৭৭ লাখ টাকার। এক মাসের ব্যবধানে আগস্ট মাসে বিদেশী বিনিয়োগকারীরা ক্রয়ের চেয়ে ৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার বেশি বিক্রি করেছিলেন।