‘ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহারে সতর্কতা জরুরি’

611

দৈনিক কাজে ব্যবহৃত ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহারে তথ্য ও ব্যবহারকারীর নিরাপত্তা, ডিজিটাল আর্থিক লেনদেন, অনলাইনে তথ্য সংগ্রহসহ আদান-প্রদানে সতর্কতা অবলম্বন জরুরি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সোমবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই মিলনায়তনে অনলাইনের নিরাপত্তা বিষয়ক কর্মশালায় এই মত প্রকাশ করেছে তারা। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ফ্রেডরিখ ন্যুউম্যান ফাউন্ডেশনের (এফএনএফ) উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। দিনব্যাপী কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের সনদ দেয়া হয়।

এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি মো. আবু নাসেরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত মহাসচিব হোসাইন জামিল, এফএনএফের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. নাজমুল হোসেন, এফবিসিসিআইয়ের সচিব আফসারুল আরিফিন প্রমুখ।