রাজধানীতে ফানুস নিষিদ্ধ

1110

রাজধানীতে ফানুস উড়ানো থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার গণমাধ্যমে পাঠানো ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু কিছু ব্যক্তি বা গোষ্ঠী বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থান থেকে আকাশে ফানুস উড়িয়ে দিচ্ছেন। এসব ফানুসে কেরোসিন দ্বারা প্রজ্জ্বলিত বাতি থাকায় এগুলো অনির্বাপিত অবস্থায় জনবহুল মহানগরীর বিভিন্ন জায়গায় পড়ছে। এতে অগ্নিকাণ্ডসহ নানা নিরাপত্তাজনিত হুমকির সৃষ্টি হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মহানগরীতে ফানুস উড়ানো অব্যাহত রাখলে যে কোন সময় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। এ অবস্থায় ঢাকা মেট্রোপলিটন এলাকায় যেকোনো ধরনের ফানুস উড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।

নিষেধাজ্ঞা না মেনে ফানুস উড়ালে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরতে ফৌজদারি কার্যবিধি অনুসারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ বিষয়ে মহানগরবাসীর সহযোগিতা কামনা করেছে।