রাখাইন প্রদেশ পরিদর্শন করে কফি আনানের ক্ষোভ

913
Kofi Annan in Darfur, listening to two women who had suffered at the hands of the Janjaweed militia, May 2005

মায়ানমারের উত্তর-পশ্চিমের রাখাইন রাজ্যে (পূর্বের আরাকান) স্থানীয় মুসলমানদের গণহত্যার স্থান পরিদর্শন করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। সেখানে গিয়ে তিনি বাড়ি-ঘরে আগুন লাগিয়ে দেওয়া ধ্বংসস্তূপ পরিদর্শন করেছেন, কথা বলেছেন নির্যাতনের শিকার মানুষজনের সঙ্গে।

শুক্রবার (০২ ডিসেম্বর) কফি আনান দিনব্যাপী রাখাইন রাজ্য ঘুরে দেখেন। সেদেশের সরকারের মতে, প্রদেশটিতে সরকারি বাহিনীর অভিযানে ৮৬ জন মুসলিম নিহত হয়েছেন এবং অন্তত ১০ হাজার মানুষ বাংলাদেশে পালিয়ে এসেছেন।

পরিদর্শনকালে, সাবেক এই জাতিসংঘ প্রধান ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি মত দেন, সহিংসতা প্রদেশটিকে নতুন করে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে এবং নতুন করে অনেককে ঘরবাড়ি থেকে উৎখাত করা হয়েছে। যা কখনোই কাম্য নয়।

সরকারি বাহিনীকে সহিংসতা পরিত্যাগ করতেও মত দেন তিনি।