মোবাইলে বাংলা এসএমএসে বাংলা অক্ষর ব্যবহার

713

মোবাইল ফোনে বাংলা এসএমএসে ইংরেজি অক্ষর ব্যবহার না করে বাংলা অক্ষর ব্যবহারের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসি সম্প্রতি মোবাইল ফোন অপারেটরদের প্রধান নির্বাহীদের এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে। নির্দেশনায় আগামী ১০ দিনের মধ্যে গ্রাহকদের মোবাইলে এসএমএসের মাধ্যমে ডু নট ডিস্ট্রার্ব (ডিএনডি) নীতি সম্পর্কে অবহিত করে বিটিআরসিকে জানাতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, মোবাইলে সব বাংলা এসএমএসে বাংলা হরফ ব্যবহার করতে হবে। কোনোভাবেই ইংরেজি হরফ ব্যবহার করে বাংলা বাক্যে এসএমএস পাঠানো যাবে না।

এছাড়াও রাতে প্রমোশনাল ক্যাম্পেইন না চালানোর নির্দেশ দিয়েছে বিটিআরসি।

এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, রাত ১২টা থেকে সকাল ৬টার মধ্যে এবং ধর্মীয় কার্যকলাপের সময় এসএমএস এবং আইভিআরের মাধ্যমে মোবাইল অপারেটরদের প্রমোশনাল ক্যাম্পেইন বা প্রোডাক্ট সংক্রান্ত তথ্য পাঠানো থেকে বিরত থাকতে হবে।