মুখোমুখি সাকিব-মোস্তাফিজ

1215

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ১১ তম আসরে খেলছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান। তাদের দল আগামীকাল বৃহস্পতিবার একে অপরের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মোস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ান্সের মখোমুখি হবে সাকিবের সানরাইজার্স হায়দরাবাদ।

আগামীকাল দুই দলের আইপিএলের দ্বিতীয় ম্যাচে। দু’দলের প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও যদি সাকিব এবং মোস্তাফিজ দলে সুযোগ পান তবে একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা।

আসরের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচের শেষ তিন ওভার ব্যতীত দুর্দান্ত খেলেছিল মুম্বাই। মিচেল ম্যাক্লেনাঘান এবং জসপ্রিত বুমরাহর করা ১৮ এবং ১৯তম ওভারেই ম্যাচ হারিয়ে বসে তারা। তবে ম্যাচের বাকি সময়ের ইতিবাচকতা সাথে নিয়েই বৃহস্পতিবার হায়দরাবাদের বিপক্ষে খেলতে নামবেন মোস্তাফিজের দল। সেদিন ৩.৫ ওভার বল করে ৩৯ রান খরচায় ১ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের কাটার মাস্টার।

আর নিজেদের প্রথম ম্যাচে হেসে খেলেই জয় পায় সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৯ উইকেটের বিশাল জয় পান সাকিবরা। কিপটে বোলিংয়ে চার ওভারের কোটায় মাত্র ২৩ রাম দিয়ে ২ উইকেট তুলে নেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার ঘরের মাঠেও তার প্রতি বিশেষ ভরসা রাখবে হায়দরাবাদ।

আইপিএল ইতিহাসে দশবারের দেখায় সমান পাঁচবার করে জিতেছে মুম্বাই এবং হায়দরাবাদ। নিজেদের একাদশতম দেখায় মোস্তাফিজদের সামনে লক্ষ্য আসরের প্রথম জয় পাওয়ার, আর সাকিবদের সামনে শুধুই এগিয়ে যাওয়ার প্রত্যয়।