মির্জা গালিবের জন্মদিনে ডুডল

601
বিভিন্ন বিখ্যাত ব্যক্তির জন্মদিন বা দিবসকে স্মরণ করে গুগল তাদের হোমপেজে লোগো পরিবর্তন করে বিশেষ ডুডল প্রকাশ করে থাকে। মুঘল আমলের উর্দু ও ফারসি ভাষার বিখ্যাত কবি মির্জা গালিবের ২২০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করেছে গুগল।
ডুডলের ডিজাইনে ইসলামিক সাংস্কৃতিক একটি চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। নকশায় আনা হয়েছে বিশেষ বৈচিত্র। ডুডলে দেখা যাচ্ছে, তুর্কি উঁচু টুপি পরিহিত মির্জা গালিব মসজিদ থেকে বের হচ্ছেন। বাইরে সকাল বেলার সূর্যের বিচ্ছুরণ। যেন সকালের মনোরম প্রকৃতি তাকে কবিতার জন্য ডাকছে।
ওই ডুডলের ওপর ক্লিক করলে মির্জা গালিব সম্পর্কে বিভিন্ন ধরণের খবর ও তথ্য প্রদর্শন করছে গুগল।
বিশেষ দিন, বিশেষ ঘটনা বা বিশিষ্ট ব্যক্তিদের সম্মানার্থে গুগল প্রায়ই বিশেষ লোগো প্রদর্শন করে থাকে। এটি ভার্চুয়ালবাসীর কাছে ডুডল হিসেবে পরিচিত।
বিখ্যাত এ কবি ১৭৯৭ সালের ২৭ ডিসেম্বর ভারতের আগ্রার কালামহলে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পূর্ণ নাম মির্জা আসাদুল্লাহ বেগ খান। গালিব ছিল তার ছদ্মনাম। এছাড়াও আসাদ নামে তিনি বিভিন্ন সময় লেখালেখি করেছেন। তবে সাহিত্যে তিনি মির্জা গালিব হিসেবেই পরিচিত। ছোটবেলা বাবা হারানো গালিব বেড়ে ওঠেন চাচার তত্ত্বাবধানে।