মহেশখালীতে দুই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

প্রাণে বাঁচলেন চার পাইলট

587

কক্সবাজারের মহেশখালীতে দুটি প্রশিক্ষণ বিমানের সংঘর্ষের পর ওই বিমানে থাকা চার পাইলটকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহেশখালীর পুটিবিলায় প্রথম একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। একই সময় ছোট মহেশখালীতে অপর বিমানটি বিধ্বস্ত হয়।

আইএসপিআরের সহকারী পরিচালক (বিমান বাহিনী ডেস্ক) গণমাধ্যমকে বলেন, ইয়াক-৮ নামের দুটি বিমান বিধ্বস্ত হয়। বিমান বিধ্বস্ত হওয়ার পর চার পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা নিরাপদে আছেন।

এদিকে বিমানের কোনো পাইলট আহত না হলেও বিমানের ধসে পড়া অংশে আঘাত পেয়ে আখি (১৫) ও ফয়সাল (১২) নামের দুই শিশু আহত হয়েছে।

মহেশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানিয়েছেন, বিমানটি ওই এলাকার জনৈক আবদুস সাত্তারের বাড়ির ওপরের অংশ উড়িয়ে নিয়ে পাশের ধানক্ষেতে বিধ্বস্ত হয়। ওই সময় দুই শিশু আহত হয়েছে। বিমানটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়। সন্ধ্যা সাড়ে ৭টায় তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন।