ভোট স্থগিতের দাবি বিএনপি প্রার্থীর

589

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট স্থগিতের দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। তবে তিনি নির্বাচন বর্জন করবেন না, শেষ পর্যন্ত লড়ে যাবেন।

মঙ্গলবার (২৬ জুন) দুপুর দেড়টার দিকে গাজীপুর বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ দাবি জানান হাসান উদ্দিন সরকার।

তিনি বলেন, এখন পর্যন্ত শতাধিক ভোটকেন্দ্রে বিএনপির এজেন্টকে মারধার ও বের করে দেয়া হয়েছে। জাল ভোট দেয়া হয়েছে। এ অবস্থায় আমি নির্বাচন স্থগিতের দাবি জানাচ্ছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাসান উদ্দিন সরকার বলেন, আমি নির্বাচনের শেষ পর্যন্ত দেখতে চাই। সাধারণ মানুষ জানুক যে কী হচ্ছে। তবে স্থগিতের দাবি জানাচ্ছি।

এর আগে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব আ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেন, ভোট গ্রহণ শুরুর পর থেকে শতাধিক ভোট কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেয়া হয়েছে। তিনি বলেন, জাল ভোট, মারধর ও ভোট জালিয়াতির মহোৎসব চলছে।