বিশ্বব্যাংকের পূর্বাভাস জিডিপির প্রবৃদ্ধি ৭ শতাংশ

635

২০১৮-২০১৯ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৭ শতাংশ হবে বলে এমন পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের অফিসে বাংলাদেশের উন্নয়ন বিষয়ে প্রতিবেদন প্রকাশকালে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৭ শতাংশ। বিশ্বব্যাংকের এ পূর্বাভাস গত অর্থবছরের প্রবৃদ্ধির চেয়ে বেশি। এর আগে চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৭.৫ শতাংশ হবে বলে এমন পূর্বাভাস দেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, বিদায়ী (২০১৭-১৮) অর্থবছরে দেশে জিডিপির রেকর্ড প্রবৃদ্ধি ৭.৮৬ শতাংশ হয়।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফ্যান বলেন, “জিডিপি প্রবৃদ্ধি ৭.১, ৭.২, ৭.৬ এগুলো নিয়ে বিতর্ক নয়, এগুলো ইউজলেস। তাই আমাদের দেখতে হবে, জিডিপির এ গ্রোথটা কোথায় ইমপ্যাক্ট করে। বেকারত্ব দূর হচ্ছে কি না, দারিদ্র্য দূর হচ্ছে কি না, টেকসই উন্নতি হচ্ছে কি না, জিডিপির প্রবৃদ্ধি বিনিয়োগে পজেটিভ প্রভাব পরছে কি না।”

তিনি আরও বলেন, “দেশের খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে। এটা কমিয়ে আনতে হবে। কারন খেলাপি ঋণ বাড়লে টেকসই উন্নয়ন হবে না। একই সঙ্গে রপ্তানি ও রেমিট্যান্সে প্রবৃদ্ধি যেন কমে না যায়, সেদিকেও নজর রাখতে হবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন- বিশ্বব্যাংকের ঢাকা অফিসের প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ও  অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান প্রমুখ।