বিমান দুঘর্টনায় আহত শাহরিন ঢাকা মেডিকেলে

528

নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলার বিমান দুঘর্টনায় গুরুতর আহত শাহ‌রিন আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে তাকে ভর্তি করা হয়।

ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন। তিনি জানান, বার্ন ইউনিটের দ্বিতীয় তলায় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের (আইসিইউ) ৫ নম্বর বেডে রাখা হয়েছে শাহরিনকে। তার পা ভেঙে গেছে। শরীরের ৮ থেকে ১০ শতাংশ পুড়ে গেছে।

এর আগে বিকেল ৩টা ৪৮ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি০০৭২ ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই ফ্লাইটেই শাহরিনকে ঢাকায় আনা হয়। পরে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি বিমানবন্দর থেকে হাসপাতালে পৌঁছায়।

সোমবার কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৭১ আরোহীর মধ্যে ৪৯ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে চার ক্রুসহ ২৬ জন ছিলেন বাংলাদেশী। কাঠমান্ডুর হাসপাতালে চিকিৎসা নেয়া বাকি ১০ বাংলাদেশীর মধ্যে স্কুল শিক্ষক শাহরিনই প্রথম দেশে ফিরলেন। তিনি কাঠমান্ডু মেডিকেল কলেজে ভর্তি ছিলেন।