বাংলামেইল সম্পাদকসহ তিনজন র‌্যাব কার্যালয়ে

1011

এখন রিপোর্ট।।

গুজব ছড়ানোর অভিযোগে অনলাইন নিউজ পোর্টাল বাংলামেইলের সম্পাদকসহ তিনজনকে র‌্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

র‌্যাব-৩ এর একটি দল রোববার রাত ১১টার দিকে কাকরাইলে প্রতিষ্ঠানটির কার্যালয়ে গিয়ে তাদের নিয়ে যায়।

ওই তিনজন হলেন- ভারপ্রাপ্ত সম্পাদক সাহাদাত উল্যা খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল আলম খান ও রিপোর্টার প্রান্ত পলাশ।

র‍্যাবের ভাষ্য, গুজব ছড়ানোর অভিযোগে বাংলামেইলের কার্যালয়ে অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ওই তিনজকে আনা হয়েছে।

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার গোলাম সারওয়ার এ বিষয়ে বিবিসি বাংলা-কে বলেন, ‘অনলাইন নিউজ পোর্টালটিতে প্রকাশিত একটি খবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদের ‘মিথ্যে মৃত্যুসংবাদ’ প্রচার করা হয়েছে।’

অভিযান চালানোর পর পত্রিকাটির কার্যালয় ‘আপাতত’ বন্ধ রাখা হয়েছে বলেও জানান তিনি।

গোলাম সারওয়ার বলেন, ‘অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পরেই সিদ্ধান্ত হবে তাদের গ্রেফতার করা হবে, নাকি ছেড়ে দেয়া হবে।’

এছাড়া পত্রিকাটির ব্যাপারেও জিজ্ঞাসাবাদের পরে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

তবে ইন্টারনেটে পত্রিকাটির ওয়েবসাইটে গিয়ে দেখা গেছে, সেটি এখনও সচল রয়েছে।

উল্লেখ্য, টুডেনিউজ৭১ ডটকম নামের অখ্যাত এক পোর্টালে প্রধানমন্ত্রীর একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিমান দুর্ঘটনায় মৃত্যুর ভুয়া খবর ছাপা হয়, যা গুজব ছিল বলে রোববার দুপুরে বাংলামেইল একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে ওই পত্রিকার ভুয়া খবরের সমালোচনা এবং আওয়ামী লীগের একজন নেতার বক্তব্যও ছিল।

এখন/ টিটি