ফেলপসের ১৯ নম্বর সোনা

1072
USA's Michael Phelps (L) and USA's Caeleb Dressel celebrate after team USA won the Men's 4x100m Freestyle Relay Final during the swimming event at the Rio 2016 Olympic Games at the Olympic Aquatics Stadium in Rio de Janeiro on August 7, 2016. / AFP PHOTO / CHRISTOPHE SIMON

অনলাইন ডেস্ক।।

যুক্তরাষ্ট্রের সাঁতারু মাইকেল ফেলপস তার ক্যারিয়ারের ১৯ নম্বর অলিম্পিক সোনা অর্জন করেছেন।

রিও অলিম্পিকের দ্বিতীয় দিন বাংলাদেশ সময় সোমবার সকালে সতীর্থদের নিয়ে ৪×১০০ মিটার ফ্রি-স্টাইল রিলেতে তিনি এই পদক জয় করেন।

পঞ্চম অলিম্পিকে এসে প্রথম ইভেন্টেই মার্কিন জলদানব সোনা জিতলেন। এর আগের চার অলিম্পিকে তিনি ১৮টি সোনাসহ ২২টি পদক জয় করেছেন।

প্রথম লেগে এগিয়ে ছিল লন্ডন অলিম্পিকের সোনা জেতা ফ্রান্স। ফেলপসের সতীর্থ কালেব ড্রেসেল পিছিয়ে পড়েন। কিন্তু, দ্বিতীয় লেগে তিনি জলে নেমে দলকে এগিয়ে দেন। ৪৭ দশমিক ১২ সেকেন্ড নিয়ে দলকে এগিয়ে দিলেও এটা ফেলসের সেরা টাইমিং না।

এরপর সে লিড ধরে রাখেন তার দুই সতীর্থ রায়ান হেল্ড ও নাথান আদ্রিয়ান। ফলে ৩ মিনিট ৯ দশমিক ৯২ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতে নেয় যুক্তরাষ্ট্র।

আর ৩ মিনিট ১০ দশমিক ৫৩ সেকেন্ড সময় নিয়ে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ফ্রান্সকে।

৩ মিনিট ১১ দশমিক ৩৭ কেকেন্ড সময় নিয়ে এই ইভেন্টে ব্রোঞ্জ পদক পায় অস্ট্রেলিয়া।

এখন/ টিটি