বইমেলায় ‘বইকাটা’

1154

বইমেলায় বেরিয়েছে শিশুতোষ গল্পের বই ‘বইকাটা’। ছোটদের জন্য তৌহিদ এলাহীর লেখা এ বইটি প্রকাশ করেছে ইকরি মিকরি প্রকাশনী। এবারের বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে ৫৩১ নম্বর স্টলে এটি পাওয়া যাচ্ছে। স্টলটি শিশু সাহিত্য চত্বরে অবস্থিত।

গত ১১ ফেব্রুয়ারি বইটির মোড়ক উম্মোচন করেন ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। লেখক তৌহিদ এলাহী বর্তমানে ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছেন।

বইকাটা প্রসঙ্গে তৌহিদ এলাহী বলেন, বইটি মূলত শিশুদের জন্য লেখা হয়েছে। বাচ্চাদের বই পড়ার প্রতি উৎসাহ বাড়াতে বইটিতে দৃষ্টিনন্দন ও আকর্ষনীয় বেশ কিছু ছবি দেওয়া হয়েছে। গল্পগুলো আগে বিভিন্ন দৈনিকে প্রকাশিত হয়েছে। সায়েন্স ফিকশন, এডভেঞ্চার, নৈতিক, ভৌতিক ইত্যাদি নানা স্বাদের ও হাস্যরসে পরিপূর্ণ গল্পগুলো উপস্থাপন করা হয়েছে কিছুটা ভিন্ন আঙ্গিকে। আশা করি শিশুরা ছাড়াও বইটি পড়ে বড়রাও আনন্দ পাবেন।