নানা আয়োজনের মধ্য দিয়ে বুয়েটের ‘কাউবয়’ ফেস্টিভাল সম্পন্ন

642

বুয়েটের কাজী নজরুল ইসলাম হলের ঐতিহ্যবাহী ‘কাউবয়’ ফেস্টিভাল সম্পন্ন হয়েছে নানা আয়োজনের মধ্য দিয়ে। শুক্রবার সকাল থেকেই আসতে থাকেন হলের সাবেক শিক্ষার্থীরা। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই আয়োজন চলে মধ্যরাত অবধি। সকাল থেকেই নানা ব্যস্ততার মাঝেও প্রাণের টানে ছুটে আসেন বুয়েটের সবচেয়ে পুরনো এই হলের সাবেক শিক্ষার্থীরা। বৃষ্টিতে অনুষ্ঠান কিছুটা বিঘ্নিত হলেও আনন্দে ভাটা পড়েনি।

সাবেক-বর্তমানের এই মেলবন্ধনে আয়োজনের মধ্যে ছিলঃ

বিকাল ৩ টায় টি-শার্ট
বিকাল ৫ টায় এলামনাই রেজিস্ট্রেশন শুরু
সন্ধ্যা ৬ টায় গ্রান্ড র‍্যালী
সন্ধ্যা ৭ টায় অতিথিদের আসন গ্রহণ
রাত ৮ টায় পুরস্কার বিতরনী
রাত ৮টা ৩০ মিনিটে এলামনাই সেশন ও কালচারাল নাইট
রাত ১০টায় গ্রান্ড ডিনার
রাত ১২টায় ডিজে নাইট

হলের প্রভোস্ট ডঃ আব্দুল বাছিতের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন হলের সাবেক শিক্ষার্থী ডঃ আব্দুল জব্বার খান, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি ডঃ মিজানুর রহমান, হলের সাবেক প্রভোস্ট ডঃ মীর তারেক আলীসহ সাবেক শিক্ষার্থী এবং কর্মকর্তাবৃন্দ।
বক্তারা স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।
buet2

আলোচনা সভা শেষে চলে ঐতিহ্যবাহী খাবারের আয়োজন। আমন্ত্রিত অতিথিসহ সাবেক শিক্ষার্থীদের আপ্যায়িত করেন শিক্ষার্থীরা।

‘কাউবয়’ ফেস্টিভালের মিডিয়া পার্টনার হিসেবে ছিল মাল্টিমিডিয়া পোর্টাল ‘এখন’।