বুয়েটের কাজী নজরুল ইসলাম হলের ‘কাউবয়’ ফেস্টিভাল শুরু

1057

বুয়েটের কাজী নজরুল ইসলাম হলের ঐতিহ্যবাহী ‘কাউবয়’ ফেস্টিভাল শুরু হয়েছে শুক্রবার সকাল থেকে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে রাত অবধি। সকাল থেকেই নানা ব্যস্ততার মাঝেও প্রাণের টানে ছুটে আসছেন বুয়েটের সবচেয়ে পুরনো এই হলের সাবেক শিক্ষার্থীরা। তৈরি হচ্ছে সাবেক-বর্তমানের মেলবন্ধন।

সকাল থেকে ফেস্টিভাল শুরু হলেও মূল আয়োজন শুরু হবে বিকেল ৩টা থেকে। অনুষ্ঠান সূচীতে থাকছেঃ

বিকাল ৩ টায় টি-শার্ট
বিকাল ৫ টায় এলামনাই রেজিস্ট্রেশন শুরু
সন্ধ্যা ৬ টায় গ্রান্ড র‍্যালী
সন্ধ্যা ৭ টায় অতিথিদের আসন গ্রহণ
রাত ৮ টায় পুরস্কার বিতরনী
রাত ৮টা ৩০ মিনিটে এলামনাই সেশন ও কালচারাল নাইট
রাত ১০টায় গ্রান্ড ডিনার
রাত ১২টায় ডিজে নাইট

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত থাকবেন কাজী নজরুল ইসলাম হলের সাবেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) সভাপতি প্রকৌশলী মো. আবদুস সবুর, আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদসহ শিক্ষক-কর্মকর্তারা।

‘কাউবয়’ ফেস্টিভালের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে মাল্টিমিডিয়া পোর্টাল ‘এখন’।