দুদকের আপিলের গ্রহণযোগ্যতার শুনানি বুধবার

খালেদা জিয়ার সাজা বৃদ্ধি

554

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বিচারিক আদালতের দেয়া কারাদণ্ড বৃদ্ধি চেয়ে দুদকের করা আপিলের গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানি বুধবার।

খালেদা জিয়ার সাজা বৃদ্ধি চেয়ে দুদকের করা আপিল আজ হাইকোর্টে উপস্থাপন করেন দুদকের অাইনজীবী খুরশিদ অালম খান।

এরপর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আপিলের গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।

এর আগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বিচারিক অাদালতের দেওয়া ৫ বছরের কারাদণ্ড অপর্যাপ্ত উল্লেখ করে গত রোববার সাজা বৃদ্ধি চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করে দুদক।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন রাজধানীর বকশী বাজারে স্থাপিত অস্থায়ী পঞ্চম বিশেষ জজ আদালত। রায় ঘোষণার পরপরই তাকে ওই দিন বিকালে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। তিনি সেখানেই আছেন।