ঢাকা আসছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

574

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা ও রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা সরজমিনে দেখতে ২৭ জানুয়ারি দুই দিনের সফরে বাংলাদেশ আসছেন। সফরে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট।

এর আগে, গত ৫ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দূত হিসেবে বাংলাদেশ সফর করেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি। সফরকালে তিনি দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় ও রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন।

সে সময় এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, তার দেশের প্রেসিডেন্ট জোকো উইডোডো তাকে তিনটি বার্তাসহ বাংলাদেশে পাঠিয়েছেন। এর মধ্যে রয়েছে শরণার্থী সমস্যার কারণে বাংলাদেশের ওপর যে বোঝা চেপেছে, সেজন্য ইন্দোনেশিয়ার পক্ষ থেকে সহমর্মিতা জানানো, বাংলাদেশকে সহায়তা করতে ইন্দোনেশিয়া তৈরি আছে একথা জানানো এবং বাস্তব পরিস্থিতি নিয়ে সরাসরি আলোচনা করা।