ডিআরইউ নির্বাচন: সভাপতি বাদশা, সাধারণ সম্পাদক নোমানী

811

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সাখাওয়াত হোসেন বাদশা। তিনি পেয়েছেন ৬০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোশতাক হোসেন পেয়েছেন ২৬৩ ভোট, মাহমুদুর রহমান খোকন পেয়েছেন ২১২ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৬৮৬ ভোট  পেয়ে বিজয়ী হয়েছেন বাসসের মুরসালিন নোমানী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ শুকুর আলী শুভ পেয়েছেন ৪১৪ ভোট।

সহসভাপতি পদে ৫৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আবু দারদা জুবায়ের (এটিএন বাংলা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনিসুর রহমান খান (ডেইলি ইন্ডিপেন্ডেন্ট) পেয়েছেন ১৯৭ ভোট। এইক পদে শহিদুল ইসলাম (এসবিসি৭১ডটকম) ১২০ ভোট এবং ওসমান গনি বাবুল (অনলাইন টেলিভিশন চ্যানেল ২৬) ১৫০ ভোট পেয়েছেন।

যুগ্ম সম্পাদক দৈনিক খোলাকাগজের তোফাজ্জেল হোসেন ৬১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দীপ্ত টেলিভিশনের শাহনাজ শারমিন পেয়েছেন ৪৫৯ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে নয়াদিগন্তের জিলানী মিল্টন ৪১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে তার প্রতিদ্বন্দ্বী ইনকিলাবের আফজাল বারী ৩৭৯ এবং আরটিভির ফারুক খান ২৭৩ ভোট পেয়েছেন।

দপ্তর সম্পাদক পদে যমুনানিউজডটকমের নয়ন মুরাদ ৫২২ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সময়নিউজডটকমের জেহাদ হোসেন চৌধুরী পেয়েছেন ৪১৯ ভোট।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কাফী কামাল (মানবজমিন) ৭২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল হক ভূইয়া (নবচেতনা) পেয়েছেন ৩৬২ ভোট।

সাংস্কৃতিক সম্পাদক পদে মিজান চৌধুরী (আলোকিত সময়) ৬০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীএমদাদুল হক খান (সকালের খবর) পেয়েছেন ৩১৭ ভোট।

দিনার সুলতানা (বিটিভি) ৭১০ পেয়ে নারী বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এ পদে তার প্রতিদ্বন্দ্বী সুমী খান (সূর্যবার্তা২৪ডটকম) ৩৩৬ ভোট পেয়েছেন।

প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক হিসেবে শেখ মাহমুদ এ রিয়াত (খোলা কাগজ) ৫৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে তার প্রতিদ্বন্দ্বী আহমেদ সিরাজ পেয়েছেন ৩৩৯ ভোট। আপ্যায়ন সম্পাদক পদে কামাল উদ্দিন সুমন (সংগ্রাম) ৬৮১ পেয়ে নির্বাচিত  হয়েছেন। এ পদে আবু জাফর (জনতা) ২৪৯ ভোট পেয়েছেন।

সাতটি কার্যনির্বাহী সদস্য পদে ১০ জন প্রার্থীর মধ্যে ৭ জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন-  নুরুল ইসলাম হাসিব (বিডিনিউজ২৪ডটকম) ৬৭০ ভোট, হাবীব রহমান (মানবকণ্ঠ) ৫৭৮ ভোট, সাইফুল ইসলাম (জিটিভি) ৫৫৭ ভোট, সাখাওয়াত হোসেন সুমন (আলোকিত বাংলাদেশ) ৫১১ ভোট, মাইনুল হাসান সোহেল (ইনকিলাব) ৪৭৫ ভোট, হাফিজ আল আসাদ (সাঈদ খান) ৪৪২ ভোট, মো. আনিসুল ইসলাম ৩৬৯ ভোট। অনির্বাচিত বাকি তিনজন হলেন- এসএমএ কালাম (নতুনবার্তাডটকম) ২৫৮ ভোট, রিমন মাহফুজ (আমাদের অর্থনীতি) ২৯১ ভোট, আসলাম রহমান (ভোরের কাগজ) ২৯৬ ভোট।dru-2

ডিআরইউ নির্বাচনে পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। কমিশনের অন্য সদস্যরা হলেন- নিউজ টুডে সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম-সম্পাদক আবু তাহের এবং সাংবাদিক নেতা এম এ আজিজ।

রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে বুধবার সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এ ভোট গ্রহণ চলে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। নির্বাচনে ১১২০ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এবারের নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের মোট ২১টি পদে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে প্রতিদ্বন্দ্বী না থাকায় একক প্রার্থী হিসেবে অর্থ সম্পাদক পদে মানিক মুনতাসির, ক্রীড়া সম্পাদক পদে মুজিবর রহমান ও কল্যাণ সম্পাদক পদে আজাদ হোসেন সুমন নির্বাচিত হয়েছেন।