কোটা সংস্কার : ঢাবি শিক্ষকদের সমর্থন

426

সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলোতে সংহতি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে হামলার তীব্র নিন্দা জানিয়ে এর সুষ্ঠু বিচার দাবি জানিয়েছেন তারা।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত শিক্ষক সমিতির এক মানববন্ধনে এসব কথা বলা হয়।

এ সময় শিক্ষক নেতারা বলেন, আন্দোলনকারীদের দাবিগুলো যৌক্তিক। সরকারের উচিত আগামী ৭ মে’র মধ্যে কোটা পদ্ধতি সংস্কার করা।

ঢাবি উপাচার্য বাসভবনে হামলার প্রতিবাদে আয়োজিত এই মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। শিক্ষক নেতারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের বাসভবনে হামলার ঘটনাকে নিন্দনীয় ও ইতিহাসে বর্বরোচিত।