কুবিতে আইটি সোসাইটির নতুন কমিটি

661

কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এ কমিটির সভাপতি হিসেবে মনোনিত হয়েছেন সিএসই ৮ম ব্যাচের শিক্ষার্থী ফাহমিদ হাসান অনিক ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত হয়েছেন আইসিটি ১০ম ব্যাচের শিক্ষার্থী শিহাব উদ্দীন। মঙ্গলবার সংগঠনটির সভাপতি সাইয়েদ মাখদুম উল্লাহ স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানা যায়।

নতুন এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন যথাক্রমে রিয়াসাত তানজীম (এআইএস-৮ম ব্যাচ), নাজমুল হাসান (প্রত্নতত্ত্ব-৮ম ব্যাচ), আরিফুল ইসলাম (প্রত্নতত্ত্ব-৯ম ব্যাচ),সজীব মহাজন (আইসিটি-৮ম ব্যাচ)।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন নাসিম কিরণ (আইসিটি-১০), সাদমান সাইদ (সিএসসি-৯ম ব্যাচ), মনির সামিয়া (আইসিটি-১০ম ব্যাচ), শিহাব আহমেদ (আইসিটি-১০ম ব্যাচ)। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন তাসলিম আক্তার রুমকি (আইসিটি-১০ম ব্যাচ), তৌহিদা আক্তার (আইসিটি-১০ম ব্যাচ), জাওয়াদ সিদ্দিকী (সিএসসি-১০ম ব্যাচ), নিশাত জাহান (আইসিটি-১০ম ব্যাচ), তাবাসসুম (আইসিটি-১০ম ব্যাচ)।

নতুন কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন আবু বকর রায়হান (এমসিজে-১০ম ব্যাচ), সহ-প্রচার সম্পাদক রয়েছেন সাজ্জাদ বাসার (এমসিজে-১১তম ব্যাচ), আসিফ (আইসিটি-১১ তম ব্যাচ), রাশেদুল (আইসিটি-১২ তম ব্যাচ)। দপ্তর সম্পাদক শাহাদাৎ হোসাইন (আইন-১১ তম ব্যাচ), অর্থ সম্পাদক শাহ আলম (বাংলা-১১ তম ব্যাচ) প্রমুখ।

উল্লেখ্য, আইটি সোসাইটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন আইটি সম্পর্কিত বিষয় প্রশিক্ষণ দিয়ে থাকে। এছাড়াও সোসাইটির পক্ষ থেকে বিভিন্ন কর্মশালার আয়োজন করা হয়ে থাকে।