আবারও রূপালি পর্দায় ‘মাসুদ রানা’

715

১৯৭৪ সালে সোহেল রানার পরিচালনা, প্রযোজনা ও অভিনয়ে বড়পর্দায় উঠে এসেছিল কাজী আনোয়ার হোসেন সৃষ্ট আইকনিক চরিত্র মাসুদ রানা। বেশ আগেই গোয়েন্দা চরিত্রটিকে রূপালি পর্দায় ফেরানোর ঘোষণা দেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। এবার জানালেন সেই প্রক্রিয়ার কিছুটা অগ্রগতি হয়েছে।

জাজ-এর সত্ত্বাধিকারী আব্দুল আজিজ জানান, স্বত্ত্ব সংক্রান্ত বিষয় নিয়ে ইতোমধ্যেই কাজী আনোয়ার হোসেনের সঙ্গে ৬ বছর মেয়াদি চুক্তি হয়েছে। আগামী এপ্রিল থেকে অডিশনের মাধ্যমে প্রযোজনা প্রতিষ্ঠানটি ‘মাসুদ রানা’ চরিত্রের জন্য নতুন নায়ক সন্ধানের কাজ শুরু করবে। এ প্রসঙ্গে আব্দুল আজিজ বলেন, মাসুদ রানা চরিত্রের জন্য পারফেক্ট নায়ক খুঁজে বের করাটা সহজ হবে না। কয়েক দশক ধরে পাঠকের মনে এই চরিত্রটির একটি স্পষ্ট ‘মুখছবি’ তৈরী হয়ে গেছে। সেখানে কোন নড়চড় হলে মানুষের কাছে তা গ্রহণযোগ্য হবে না। তাই আমরা সর্বোচ্চ সতর্কতা আর মনোযোগ দিয়ে মাসুদ রানা খুঁজে বের করতে কসুর করবো না।

আজিজ আরও জানান, সিনেমা তিনটির পরিচালকসহ অন্যান্য চরিত্রের শিল্পী-কুশলীদের এখনও চূড়ান্ত করা হয়নি।