আইপিএল জুয়ার অভিযোগ স্বীকার করেছেন আরবাজ খান

691

পুলিশি জিজ্ঞাসাবাদে গত কয়েক বছর ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাজি ধরার কথা স্বীকার করেছেন বলিউড অভিনেতা ও প্রযোজক আরবাজ খান।

গত ১৫ মে আইপিএলে বাজিকরদের একটি দলের চার সদস্যকে মুম্বাই থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদের সময় আরবাজ খানের নাম বেরিয়ে আসে।

এ বিষয়ে জানতে শুক্রবার মহারাষ্ট্রের থানে পুলিশ আরবাজকে ডেকে পাঠায় এবং তার বক্তব্য জানতে বলে।

শনিবার থানে পুলিশের অ্যান্টি-এক্সটরশন সেলের জিজ্ঞাসাবাদে আরবাজ বাজিতে অংশ নেওয়ার কথা স্বীকার করেন।

পুলিশ জানায়, আইপিএল চলাকালে এই অভিনেতা সোনু জালান নামে এক জুয়াড়ির মাধ্যমে বাজি ধরেন এবং দুই কোটি ৮০ লাখ রুপি হেরে যান। সোনু ভারতের শীর্ষ জুয়াড়িদের একজন।

গত ছয় বছর ধরে সোনুকে চেনেন বলেও স্বীকার করেছেন আরবাজ। হেরে যাওয়া অর্থ পরিশোধের জন্য সোনু বেশ কয়েকবার আরবাজকে হুমকি দিয়েছে।

শনিবার জিজ্ঞাসাবাদের সময় আরবাজ ও সোনুকে মুখোমুখি করা হয়েছিল বলে জানান এক পুলিশ কর্মকর্তা।

আইপিএলে বাজি ধরার অভিযোগে ২০০৮ সালে গ্রেপ্তার হয়েছিলেন সোনু। তার সঙ্গে বিদেশে পালিয়ে থাকা সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের যোগাযোগ আছে বলেও ধারণা পুলিশের।