অপারেশন টেবিলে যেতে হচ্ছে শাহরুখ খানকে!

1087

না, এটা কোনো সিনেমার কাহিনী নয়। বাস্তবেই হাঁটুতে মারাত্মক যন্ত্রণায় ভুগছেন বলিউড বাদশা শাহরুখ খান।

অফুরন্ত প্রাণশক্তি তার! টানা ১৪-১৫ ঘণ্টা শুটিংয়ের পরও হাসিমুখে সাক্ষাৎকার বা অটোগ্রাফ দিতে তাকে প্রায়ই দেখা যায়। কিন্তু সেই মানুষ এখন হাঁটুর যন্ত্রণায় কুঁকড়ে গেছেন। তবু শুটিং বন্ধ করেননি। হার মানেননি কোনোভাবেই। আর এই কারণেই তিনি আজ বলিউডের বাদশা।কিন্তু এবার বোধহয় তাকে কয়েকটা দিন কাজ বন্ধ রাখতেই হবে। বুধবার মুম্বাইয়ের মাড আইল্যান্ডে ছবির শুটিং চলাকালীন হাঁটুর যন্ত্রণায় বসে পড়েন শাহরুখ। বাঁ হাঁটু চেপে ধরে বসে থাকতেও দেখা যায় তাকে। কী করে হাঁটুতে চোট লাগল তার?

গত বছর ২১ মে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শাহরুখের বাঁ হাঁটুতে অস্ত্রোপচার করা হয়। সেই সময় চিকিৎসক জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরে হাঁটু নিয়ে ভুগছেন এই অভিনেতা। মাস পাঁচেক আগেই ব্যথা কমানোর জন্য তাকে ওষুধ ও ইনজেকশন দেওয়া হয়। কিন্তু এর পরও শুটিংয়ে পায়ে বার বার চোট-আঘাত লাগায় সমস্যা আরও বেড়েছে।

ডাক্তারের কড়া নির্দেশ, সব সময় ধাতব ‘নি’ ক্যাপ পরে থাকতে হবে শাহরুখকে। কিন্তু এই নির্দেশ তিনি তেমন একটা মানেন না। ছবিতে কোনো রকম অ্যাকশন বা পরিশ্রমসাধ্য দৃশ্যে কাজ করতে বারণও করা হয়েছে তাকে। কিন্তু সে সব নির্দেশ যে তিনি কানেই তোলেন না তা বলিউডের প্রায় সকলেই জানেন। তবে কিং খানের বাম হাঁটুতে খুব শিগগিরই আবার অস্ত্রোপচার করা হবে। আর তখন যে শাহরুখকে সম্পূর্ণ বিশ্রামে থাকতেই হবে তা বলাই বাহুল্য!
সূত্র : আনন্দবাজার