ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

1590

স্পোর্টস ডেস্কঃ
সুপারস্টার নেইমারের উত্তরসূরীরা ভালোই এগোচ্ছে। একের পর এক জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। সবশেষ সেমি-ফাইনালে ফ্রান্সকে ২-৩ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটে নিয়েছে তারা। ম্যাচের প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত কামব্যাকে দারুণ এক জয় পায় স্বাগতিক দল।

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে সেমির অন্য ম্যাচে নেদারল্যান্ডকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে মেক্সিকো। ফাইনালে শিরোপার জন্য তারা লড়াইয়ে খেলবে ব্রাজিলের বিপক্ষে।

(বৃহস্পতিবার, ১৪ নভেম্বর) বাংলাদেশ সময় ভোরে ফাইনালে ওঠার লড়াইয়ে ফরাসিদের বিপক্ষে মাঠে নামে ব্রাজিলীয় তরুণরা। যেখানে ম্যাচের ১৫ মিনিটের মধ্যে দুই গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল। প্রথমার্ধে আর গোল শোধ করতে পারেনি স্বাগতিকরা।

তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত কামব্যাকে তিন গোল করে জয় তুলে নেয় ব্রাজিল। ব্রাজিলের হয়ে ম্যাচের ৬২তম মিনিটে গোল করেছেন জর্জে; ৭৬তম মিনিটে সমতা সূচক গোলটি আসে ভেরণের পা থেকে এবং জয় সূচক গোলটি করেন লাজারো। শ্বাসরুদ্ধকর এক ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠে ব্রাজিল।

গেল মৌসুমে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে তৃতীয় হয়েছিল ব্রাজিল; এবার নিজেদের মাটিতে বিশ্বকাপ; তাহলে কি এবার শিরোপা ঘরে তুলবে জুনিয়র ব্রাজিলিয়ানরা। সবশেষ ২০০৩ সালে এই বয়সভিত্তিক শিরোপা জিতেছিল ব্রাজিল (২০০৩ সালে নাম ছিল ফিফা অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ)।

আগামী ১৭ নভেম্বর ফাইনালে ২০১১ চ্যাম্পিয়ন মেক্সিকোর মুখোমুখি হবে ব্রাজিল। যদি শিরোপা জিতে যায় তবে এই নিয়ে চতুর্থবারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ শিরোপা ঘরে তুলবে ব্রাজিলীয় তরুণরা।