ছবিতে শাহবাগ

1187
পুলিশের অ্যাকশান

শনিবার বিকাল থেকে শাহবাগে জড়ো হয়েছে হাজারো শিক্ষার্থী। দাবি, কোটা প্রথা বাতিল করতে হবে। শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেয় তারা। রাতে আন্দোলন ছত্রভঙ্গ করতে তৎপর হয় পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য আনা হয়েছে। শুরু হয় টিয়ার সেল আর লাঠিপেটা। ব্যবহার করা হয় সাউন্ড গ্রেনেড, জলকামান। এতে শতাধিক শিক্ষার্থী আহত হয়। পুলিশের বেশ কিছু সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেয়। রাতে আন্দোলন ছড়িয়ে পড়ে। শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ভিসির বাসায় আগুন লাগানো হয়, ভাঙচুরও চলে। গ্রেপ্তার হয় অনেক আন্দোলনকারী।

এ আন্দোলন চলাকালীন সময়ের কিছু ছবি দেয়া হলো। ছবিগুলো ফটো সাংবাদিক সুমন্ত চক্রবর্তীর ফেসবুক পেজ থেকে নেয়া।

শাহবাগে আগুন
শাহবাগে আগুন
সংঘর্ষের পরে
সংঘর্ষের পরে
সাংবাদিকদের কসরত
সাংবাদিকদের কসরত

9 copy