এটা মেধাবীদের আন্দোলনের ভাষা না: চৈতালী

1317

Chaitaliচৈতালী হালদার চৈতী
সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ


কোথা প্রথা বাতিলের দাবিতে আন্দোলনকে ‘মেধাবীদের আন্দোলন’ নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সভাপতি চৈতালী হালদার চৈতী। তার মতে, আন্দোলনের নামে যারা ভাঙচুর চালায়, তারা সন্ত্রাসী। তিনি এসব সন্ত্রাসীদের বিচার দাবি করেন।

Du-33333এ আন্দোলনে এক শিক্ষার্থীর মারা যাওয়ার গুজব ছড়িয়ে আন্দোলনকে অন্যখাতে প্রবাহের চেষ্টা চালানো হচ্ছে দাবি করে চৈতালী বলেন, ‘কেউ মারা যায় নি এই আন্দোলনে। ‘ভুয়া নিউজ ছড়িয়ে সকলের সহানুভূতি পাওয়ার চেষ্টা ও আন্দোলনকে বেগবান করার চেষ্টা কারা করছে…। মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টতই বলেছেন কোটা পুরণ না হলে মেধা তালিকায় শীর্ষ ক্রম থেকে তা পুরণ হবে।সে জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন ও জারী করেছে। সেইভাবেই সর্বশেষ নার্স নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তারপরেও আপনাদের কথা থাকলে আলোচনায় বসুন। আলোচনার আহ্বান আসার পরেও কেন এই সন্ত্রাসী কর্মকান্ড?’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামানের বাস ভবনে হামলার প্রতিবাদও করেন তিনি। চৈতালী লেখেন, ‘ রাত ২ টায় ভিসি স্যারের বাড়িতে হামলা করার কি অর্থ? কোন যুক্তিযুক্ত দাবীও যখন সন্ত্রাসী কর্মকাণ্ডে রূপ নেয় তা তার ন্যায্যতা হারায়। সেটি তখন আর আন্দোলন থাকে না।’Du-333333

শিক্ষার্থীদের এ ছাত্রনেতার আহ্বান, ‘ প্রিয় মেধাবী ভাই বোনেরা, এই সন্ত্রাসী কর্মকাণ্ডে আপনারা জড়িত ভাবতে কষ্ট হচ্ছে। এমন নয়তো এই আন্দোলনেরর নাম করে প্রচেষ্টা চলছে অন্য কোন অপ উদ্দেশ্যকে বাস্তবায়নের???? আপনারা আন্দোলনে বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করছেন আবার মুক্তিযোদ্ধাদেরকে হেয় করছেন…। কেমন যেন মিলছে না..
ধিক্কার এমন সন্ত্রাসী হামলার….সঙ্গে সঙ্গে বিচার চাই হামলাকারী সন্ত্রাসীদের। ‘