মিডিয়া ব্যক্তিত্ব রাজ্জাকের জন্মদিনে শুভেচ্ছা

1636

মিডিয়া ব্যক্তিত্ব ও ফিল্ম ইটিসির ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাকের জন্মদিন আজ। তার জন্মদিনে “এখন” এর পক্ষ থেকে শুভেচ্ছা।

জন্মদিন উপলক্ষে রাজধানীর বাংলামোটরে ফিল্ম ইটিসির অফিসে এক আনন্দঘন আয়োজন করা হয়। শুভেচ্ছা জ্ঞাপন ও কেক কাটার মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করা হয়। এ মিডিয়া ব্যক্তিত্বের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুনূর রশীদ। এ সময় যুবলীগের কেন্দ্রীয় সহ সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য সোহেল পারভেজসহ রাজ্জাকের শুভানুধ্যায়ী ও মিডিয়া পাড়ার মানুষজন উপস্থিত ছিলেন।received_2465995206787340

জন্মদিন উপলক্ষে আব্দুর রাজ্জাক সবার কাছে দোয়া চেয়েছেন। বিশেষ করে তার পরিকল্পিত অনুষ্ঠান ‘জনতার পুলিশ’ যেনো সুন্দরভাবে সবার সামনে উপস্থাপন করতে পারেন সেজন্য সবার শুভাশীষ চেয়েছেন।received_1507709326045820

আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে মিডিয়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথ্র নিজেকে যুক্ত রেখেছেন। তার প্রতিষ্ঠান ফিল্ম ইটিসি থেকে মিডিয়া সংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠান নির্মাণ করা হয়।